হোমকবিতা কবিতা | নীলাদ্রি দেব সাহিত্য শ্রবনিকা মার্চ ২৮, ২০২১ 0 সবুজ চিলাপাতার সবুজ চুরি গেছে ফেলে আসা প্রতিটি শ্বাসে তবু ছায়াগাছের আলোয় বিমূর্ত কিছু রেখাঅবিকল সম্পূর্ণ ছবির মতোছবি কি সম্পূর্ণ হয় আদৌ এত এত মায়াঘোর ছেড়ে... কেন, কেন বেরিয়ে আসব ক্যানভাসের বাইরে এখনও সমস্ত শরীরে অবশিষ্ট সবুজ
একটি মন্তব্য পোস্ট করুন