কবিতা | নীলাদ্রি দেব

 


সবুজ 



চিলাপাতার সবুজ চুরি গেছে 

             ফেলে আসা প্রতিটি শ্বাসে 

তবু ছায়াগাছের আলোয় বিমূর্ত কিছু রেখা

অবিকল সম্পূর্ণ ছবির মতো

ছবি কি সম্পূর্ণ হয় আদৌ 

এত এত মায়াঘোর ছেড়ে... কেন,

    কেন বেরিয়ে আসব ক্যানভাসের বাইরে 

এখনও সমস্ত শরীরে অবশিষ্ট সবুজ

Post a Comment

أحدث أقدم