গ্রাম চিত্র
কৃষ্ণ দেব নাথ
সবুজ গাঁয়ের পথ আঁকা বাঁকা
দেখতে সাপের মত
গ্রামীণ দৃশ্য নিয়ে ইশকুলে
বহু ছবি আঁকা হত।
সোনালী আলোয় সব হল শুচি
সূর্য ওঠায় প্রাতে
ভেসে যায় ছেঁড়া পালের তরণী
নদীর প্রখর স্রোতে।
আমাদের গ্রাম গাছে গাছে ঢাকা
দেয় ফল আর ছায়া
মাঠে কাজ করে ক্লান্ত কৃষক
খুঁজে বিকেলের ছায়া।
রাখাল বালক গরু গাড়ি দিয়ে
সবাইকে নিয়ে আসে
কৃষক রমণীর ডালভাত রাঁধে
রসুই চালায় বসে।
একটি মন্তব্য পোস্ট করুন