মহারাজকুমার ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণের প্রাসাদ ( ভিক্টর প্যালেস বা দেওয়ান কুঠি ) | আবীর ঘোষ

কুচবিহারের সদর শহরে সাগরদিঘির পশ্চিম পাড়ে , শ্রীশ্রী হিরণ্যগর্ভ শিব মন্দিরের পাশেই অবস্থিত এই ভবনটির গঠনশৈলীতে রয়েছে পাশ্চ্যাত্য ইতালিয়ান স্থাপত্যের ছোঁয়া।


  ভিক্টর প্যালেস সেকাল


১৮৯৪ - ১৮৯৫ খ্রিস্টাব্দের আর্থিক বছরে এই প্রাসাদের নির্মাণকাজ সম্পূর্ণ হয়। দেওয়ান কুঠি বা ভিক্টর প্যালেসের স্থপতি ছিলেন তৎকালীন কুচবিহার রাজ্যের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মিস্টার ওয়ার্ন ফোর্ড । ১৮৯২ খ্রিস্টাব্দে এই প্রাসাদের নির্মাণ শুরু হয় , তত্ত্বাবধানে ছিলেন ঠিকাদার সংস্থা জে এইচ ফ্রিবোর্ন ।


  সংস্কারের পর নতুন রূপে ভিক্টর প্যালেস


সেইসময় এই প্রাসাদে থাকতেন কুচবিহার রাজ্যের দেওয়ান , বাবু কালিকাদাস দত্ত ; তাই এটাকে দেওয়ানের কুঠি বা দেওয়ান আবাস বলা হতো।


   ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণ 

তাঁর অবসর গ্রহণের পর মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের ( রাজত্বকাল :- ১৮৬৩ - ১৯১১ খ্রিস্টাব্দ ) তৃতীয় পুত্র মহারাজকুমার ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণ  সপরিবারে এখানে বসবাস করতেন । পরবর্তীতে এটি রাজকুমারের নামানুসারে ভিক্টর প্যালেস নামে পরিচিত হয়।

দেওয়ান কালিকাদাস দত্ত

১৯৫০ সালে কুচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের একটি  জেলায় পরিণত হবার পর কিছুদিন এই ভবনটির নাম ছিল সাগরমহল , যদিও নামটি স্থায়ী হয়নি। বর্তমানে ভিক্টর প্যালেসে রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তর রয়েছে।

ছবি :- ঋষিকল্প পাল 
তথ্যসূত্র :- " এখন ডুয়ার্স কোচবিহার " ; তন্দ্রা চক্রবর্তী দাস
এছাড়া বিভিন্ন পত্র - পত্রিকা হতে সংগ্রহীত ।





1 মন্তব্যসমূহ

  1. Khub valo laglo lekha ta pore. Chhobi gulio khub sundor. Victor Narayan er portrait ta opurbo. Sudhu chhobi tay ba haat er kache 'R.K.P." lekha tar ki mane?

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন