কবিতা | তন্ময় দেব

 


স্নিগ্ধতার দিনলিপি থেকে (৮) 



তোমার দু’ঠোঁটে মেঘের সম্মেলন,

সদর দরজায় তাই সাজিয়ে রাখি পাহাড়।

আলতো ছোঁয়ায় যদি ভেজেই বারিষ মন

প্রয়োজন কি তবে দূরত্ব আঁকবার?


তারচেয়ে বরং নৈকট্যকে ডেকে আনো।

উদযাপন করি ভালোবাসার মরশুম 

সহজ নয় জানি বিশ্বাসের হাত বাড়ানো,

চোখে গুছিয়ে দিই আলিঙ্গনের ঘুম


গায়ে মেখে দেখো, আমি সকালবেলার রোদ

কার্নিশ বেয়ে নেমে আসি তোমার বিছানায়।

চাইলেও মেটানো যায় না সম্পর্কের শোধ, 

তোমাকে শুধু আমার পাশেই মানায়..

Post a Comment

নবীনতর পূর্বতন