কুচবিহারের সদর শহরে সাগরদিঘির পশ্চিম পাড়ে , শ্রীশ্রী হিরণ্যগর্ভ শিব মন্দিরের পাশেই অবস্থিত এই ভবনটির গঠনশৈলীতে রয়েছে পাশ্চ্যাত্য ইতালিয়ান স্থাপত্যের ছোঁয়া।
১৮৯৪ - ১৮৯৫ খ্রিস্টাব্দের আর্থিক বছরে এই প্রাসাদের নির্মাণকাজ সম্পূর্ণ হয়। দেওয়ান কুঠি বা ভিক্টর প্যালেসের স্থপতি ছিলেন তৎকালীন কুচবিহার রাজ্যের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মিস্টার ওয়ার্ন ফোর্ড । ১৮৯২ খ্রিস্টাব্দে এই প্রাসাদের নির্মাণ শুরু হয় , তত্ত্বাবধানে ছিলেন ঠিকাদার সংস্থা জে এইচ ফ্রিবোর্ন ।
সেইসময় এই প্রাসাদে থাকতেন কুচবিহার রাজ্যের দেওয়ান , বাবু কালিকাদাস দত্ত ; তাই এটাকে দেওয়ানের কুঠি বা দেওয়ান আবাস বলা হতো।
ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণ
তাঁর অবসর গ্রহণের পর মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের ( রাজত্বকাল :- ১৮৬৩ - ১৯১১ খ্রিস্টাব্দ ) তৃতীয় পুত্র মহারাজকুমার ভিক্টর নিত্যেন্দ্র নারায়ণ সপরিবারে এখানে বসবাস করতেন । পরবর্তীতে এটি রাজকুমারের নামানুসারে ভিক্টর প্যালেস নামে পরিচিত হয়।
দেওয়ান কালিকাদাস দত্ত১৯৫০ সালে কুচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের একটি জেলায় পরিণত হবার পর কিছুদিন এই ভবনটির নাম ছিল সাগরমহল , যদিও নামটি স্থায়ী হয়নি। বর্তমানে ভিক্টর প্যালেসে রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তর রয়েছে।
ছবি :- ঋষিকল্প পাল
তথ্যসূত্র :- " এখন ডুয়ার্স কোচবিহার " ; তন্দ্রা চক্রবর্তী দাস
এছাড়া বিভিন্ন পত্র - পত্রিকা হতে সংগ্রহীত ।
Khub valo laglo lekha ta pore. Chhobi gulio khub sundor. Victor Narayan er portrait ta opurbo. Sudhu chhobi tay ba haat er kache 'R.K.P." lekha tar ki mane?
ردحذفإرسال تعليق