সেই বসন্ত নেই

সুব্রত মন্ডল


জানিস প্রিয় আজ আর সেই বসন্ত নেই,

যে বসন্তে আমি হারিয়ে দিতাম খেই ৷

আজকালের বসন্তে নেই আমাদের আলাপন,

হৃদয়ে নেই আজ প্রিয় কুহুর গুঞ্জন ৷

আজ আর সেই আবির রাঙা বসন্ত নেই,

তোর গালের ওপর আমার আবির নেই ৷

জানিস তো প্রিয় আজ আর সেই বসন্ত নেই,

স্মৃতির আঁচলে লুকোনো ভালোবাসা নেই ৷

জানিস প্রিয় আজ আর সেই বসন্ত নেই

যে বসন্তে মন তোকে নিয়ে মাতবেই ৷

গাছের সব পুরোনো পাতা ঝরে যাবেই,

সেই বসন্ত দুত কৃষ্ণ কোকিল ডাকবেই ৷

জীবনে পরিবর্তনটা তো আসবেই

তবে আজ না হোক কাল বসন্ত রঙিন হবেই ৷

Post a Comment

নবীনতর পূর্বতন