কবিতা | ভুলে থাকা

 




অরবিন্দ মাজী


সাগরের পাশে বসে সারাদিন

একমনে গোনে ঢেউ;

বিরহের কাঁটা বিঁধে তবু আজো

নিল না তো খোঁজ কেউ। 


বসে বসে ভাবি একলা নির্জনে

কেন পড়েছিলো প্রেমে;

এমনকি পাপ করে ফেলেছিলাম

সবকিছু গেল থেমে। 


আমিতো চাইনি তারে কোনদিন

তবু কেন এসেছিল;

ভলবাসা জানতামনা তো আমি

কেন ভালবেসেছিল। 


ভুল বোধহয় অনেকেই করে

আমার মতো জীবনে;

সাগর তীরে বসে বসে একেলা

ভেবে চলি মনে মনে। 


যাক্, কেউ খোঁজ খবর নানিক্

নেই দুঃখ আদোও তাতে;

জীবনটা কেটে যাবে কোনভাবে

ব্যস্ততায় দিনে রাতে।

Post a Comment

নবীনতর পূর্বতন