সার
বেশি শোকে লেখা আসে না। রাগ হয় নিজের
অক্ষমতার ওপর। অনুতাপের কালো কুঠুরির
এককোণে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে
বাতাসে শুধুই আর্তনাদের খবর। পাপড়ির রঙ
ক্রমশ ফ্যাকাশে হয়ে ওঠে। আরও ঘন সন্ধ্যায়
ডুবে যেতে থাকে চেনা গলির মোড়
শরীরে হাত রাখি। মৃত্যুশীতলতা। আগুন,
শুধু আগুন। ভস্মের ভিড়ে হারিয়ে গেছে পরিচয়পত্র।
দুর্ভিক্ষের দূত তাই মানচিত্রের মতো বুঝে নেয় সীমানা
বেশি শোকে লেখা আসে না। অজস্র অক্ষমতা ঢাকতে
মৃত গাছের গুঁড়ির পাশে বীজ ছড়িয়ে আসি।
এখন নিজের মাটির সাথে মিশে যাওয়ার অপেক্ষা...
একটি মন্তব্য পোস্ট করুন