কবিতা | অমলেন্দু চক্রবর্তী

 



ইস্তেহার

ত্বকের এমন কুঁচকা আওয়াজ আবেগ হারানো হাহাকার,

এক অচেনা দীর্ঘ যাপন যন্ত্রণার কাহন।

অবশ্যম্ভাবী কিচ্ছুই ঘটে যাওয়া নয়

কিছুই নিত্যনতুন নয় সময়ের ইস্তেহার মাঝে মাঝে

জানান দিয়ে যায় অস্তিত্বের সমাবস্থান।


আঁইগ্যা পঢ়ার সুময় কৈ ! শ্লেসা ভরা জীভ,

ঢাকুন দিনের আগুন জ্বালা, দরজা খটখটায়। 

পর্বান্তর মধুমেহ ‌ও ভাইরাস ধরেহ্ ।


এইবার এইবার খুখুর চোখ খুললো, কিছুইতো

আর ঢাকা নাই গ্রহণী গৃহে উত্তাল সমুদ্রের মতো 

ভয়ঙ্কর ভালোবাসার নির্যাতনের নির্যাসে

আবেগের আবেগ তাড়িত। প্রেম প্রেম ক্রীড়া।


Post a Comment

নবীনতর পূর্বতন