ইস্তেহার
এক অচেনা দীর্ঘ যাপন যন্ত্রণার কাহন।
অবশ্যম্ভাবী কিচ্ছুই ঘটে যাওয়া নয়
কিছুই নিত্যনতুন নয় সময়ের ইস্তেহার মাঝে মাঝে
জানান দিয়ে যায় অস্তিত্বের সমাবস্থান।
আঁইগ্যা পঢ়ার সুময় কৈ ! শ্লেসা ভরা জীভ,
ঢাকুন দিনের আগুন জ্বালা, দরজা খটখটায়।
পর্বান্তর মধুমেহ ও ভাইরাস ধরেহ্ ।
এইবার এইবার খুখুর চোখ খুললো, কিছুইতো
আর ঢাকা নাই গ্রহণী গৃহে উত্তাল সমুদ্রের মতো
ভয়ঙ্কর ভালোবাসার নির্যাতনের নির্যাসে
আবেগের আবেগ তাড়িত। প্রেম প্রেম ক্রীড়া।
إرسال تعليق