ইচ্ছে আর ছাদের কবিতা

তন্ময় দেব


মুহূর্তেরা খসে পড়ছে একে একে।

ক্লোরোফিলহীন লালচেধূসর মানুষে

ছেয়ে আছে ঘরবাড়ি, বারান্দা, ছাদ


জানালা খুলে ঘুমোচ্ছে যারা, তাদের

চোখের পাতায় বাতাসের আশকারা,

ঠোঁটে নাতিশীতোষ্ণ আস্বাদ


এখানে পথের মাঝে বাগান। বাগানের

ভেতর মুক্ত আকাশ। আকাশের শরীরে

খেলছে অসংখ্য বেনামী ঢেউ


বহুদিন ধরে এই চত্বরে কান্না বেঁচে হাসি

কিংবা বিশ্বাসের বিনিময়ে নিঃশ্বাস কিনতে

আসেনি কেউ


আমি তবুও আসি। ছায়া গুনি আর দেখি

তুমি ভাঙা হৃদয় নিয়ে বসে থাকো ছাদে


ইচ্ছে করে বেঁধে দিই হাওয়ায় উড়তে থাকা

তোমার খোলা চুলে বিনুনি, পরম আহ্লাদে

Post a Comment

নবীনতর পূর্বতন