বৈশাখ
গ্রীষ্মের মাঠে মাঠে বৈশাখ আসে
রোদ নামে কৃষকের ক্লান্ত জমিতে
ফাটে কৃষকের বুক আগলে রাখা জমি
গরু গাড়ি করে ধান উঠে আসে
চাষির খামারে, যা আজও স্মৃতি
বৈশাখে মিষ্টির কার্ড করা হয়
দোকানে চৌকাঠে পা রাখতে
ফুল দিয়ে সেজে উঠে দোকান ।
আজও হাঁটে বৈশাখে কৃষকের ক্লান্ত পা ।
إرسال تعليق