কবিতা | তমাদিত্য ভট্টাচার্য

 



পুনর্জন্ম


চাইলে আবার আসতে পারে একটা দশক ।

চাইলে আবার, হতেই পারে পুনর্জন্ম । 

পল্লী চেয়ে মফস্বলের ঘুম ভাঙানো,

মানুষ ছাড়া সবাই পেল পুনর্জন্ম ।।


মেঘের ঘোরে সন্ধ্যে টানে ক্লান্ত পাখি,

ক্লান্ত হলেও, চাইলে আবার উড়বে নাকি ।

অর্ঘ্যকমল অতীত হয়েও লিলি’র বুকে

ঘুম-ভাঙানো আকাশ দেখে শিশির-চোখে ।।


চাইলে তুমি আনতে পারো গঙ্গা ডেকে,

দামাস্কাস-এও ছড়িয়ে পড়ুক মত্ত ওয়াইন,

সকাল হতেই উপড়ে ফেলো তারের কাঁটা,

দিনের শেষে ফিরল না আর ছন্দা গায়েন ।।


চাইলে আমি ছিঁড়তে জানি‌ লেখার খাতা ।

নতুন করে লিখতে পারি রোজ দুপুরে ।

চাইলে তুমি আসতে পারো আবার ফিরে ।

সব শেষেরই জন্ম আসে নতুন করে 

Post a Comment

أحدث أقدم