বৈশাখ
বৈপরীত্য অবশ্যই থাকে বৈশাখী বৃক্ষে
শাখা প্রশাখা পল্লব বিয়োগে যন্ত্রণা দগ্ধ রুক্ষ --
খড়মড়ে শুষ্ক বৃক্ষে ফুটিফাটা কাণ্ড সহযোগে --
মানুষের কল্যাণ কামনায় সুদক্ষ প্রহরী
সমগ্র ঋতুভর প্রহর গোণে বৃষ্টির অপেক্ষায় ।
বৈকাল বেলায় বৈশাখী সূর্যের চোখ কামরাঙা
শাড়ি পরেছে মাটি যেন ঠিক হলুদ রঙের
খেলছে খাঁ খাঁ গ্রীষ্ম বুঝি খো খো লুপ্তখেলা
ঘাসগুলি আলবৎ ঘুমায় আলপথের চটাইয়ে
মন্দ হয় না পান করলে এক মুষ্টি বৃষ্টি ।
إرسال تعليق