কবিতা | সৌমেন দেবনাথ

 



নতুন আশার শপথ


নতুন বছর এলো মাঝে

জানাই সম্ভাষণ,

নতুনকে মোরা বরণ করি

নতুন করি ধারণ।


ভুলে যাবো অতীত কথা

দুঃখ কষ্ট স্মৃতি,

বাঁচবো সবাই আশাবাদে

নিয়ে রঙিন প্রীতি।


মনের আশা পূর্ণ হবে

বাড়ুক সম্পদ-সম্ভার,

ললাট লিপি পক্ষে থাকবে

বাড়ুক ধন-ভাণ্ডার।


নতুন বছর কর্ম করবো

পাবো সুখ ও শান্তি,

হিংসা ভুলে হর্ষ করবো

পাবো রূপ ও কান্তি।


নতুন বছর শুদ্ধ হবো

হবো আরো ঋদ্ধ,

নতুন বছর খাঁটি হবো

যদিও হই দগ্ধ।

Post a Comment

নবীনতর পূর্বতন