রজস্বলা
সোমনাথ বেনিয়া
দশক পুড়ছে, জন্ম নিচ্ছে শতক
এখন আর কোনো বারান্দা অচ্ছুৎ হবে না
দোলনায় হাওয়া এসে অগ্রিম বসে থাকবে
সবুজ ক্যাম্পাসে দলছুট পাখিদের আনন্দ
রঙিন পালকে রামধনুর সঙ্গে দিগন্তের মিলন হবে
সিঁড়ি ভাঙতে গিয়ে কিছু ধড়ফড় পিছলে যাবে
এই শহরের নাম হবে আত্মহত্যার কারক
যেসব কথা মুলতুবি ছিলো, ঝুলছে ঠোঁটের আগায়
জন্মান্তরের সেতু আছে কিনা জানা নেই
ছায়া নেমে আসলে মেঘ রজস্বলা হয়ে ওঠে ...
একটি মন্তব্য পোস্ট করুন