একুশের রক্তস্নাত
পুরুষোত্তম ভট্টাচার্য
সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বারের,
তুমি রক্তে ভেজা বাংলা ভাষা,
বাঙালির চেতনার শিরায় শিরায়
মিশে আছো তুমি বাংলা ভাষা।
বাংলাভাষা , বাংলাভাষা,
আমার অহংকার, ভালোবাসা।
তুমি আছো তাই বাঙালি আছে,
তোমায় নিয়েই বাঙালি বাঁচে,
তুমি মায়ের স্নেহ, পিতার আদর,
প্রেয়সীর প্রেম আমার কাছে।
বাংলাভাষা , বাংলাভাষা,
আমার অহংকার, ভালোবাসা।
তুমি কাজী নজরুলের বিদ্রোহী চেতনা,
তুমি রবীন্দ্রনাথের কাব্য প্রেরণা,
তুমি জীবনানন্দের ধানসিঁড়ি নদী,
তুমি ফকির লালনের বাউল সাধনা।
বাংলাভাষা , বাংলাভাষা,
আমার অহংকার, ভালোবাসা।
তুমি বঙ্গবন্ধুর উদাত্ত বক্তৃতা,
তুমি মাইকেলের অনুতাপের কবিতা,
তুমি আব্বাসুদ্দিনের ভাটিয়ালি গান,
তুমি কবি জসিমের সোনার ধান।
বাংলাভাষা ,বাংলাভাষা,
আমার অহংকার, ভালোবাসা।
তুমি একুশে ফেব্রুয়ারীর রক্তবন্যা,
কত ভাইহারা বোনেদের বুকফাঁটা কান্না,
তুমি শাপলা -দোয়েল, পদ্মা- মেঘনা,
লাল-সবুজের রূপের গহনা,
বাংলাভাষা ,মোর বাংলাভাষা,
আমার অহংকার, ভালোবাসা
إرسال تعليق