দাবী

তন্ময় বিশ্বাস 


 


পাতার বুকে শুয়ে থাকা


জোনাকির কাছে


কিন্নরী মেঘ


গোপনে জানিয়েছে দাবী


 


 


বৃষ্টি কী শুধু চোখের উপর


দাগ রেখে যাওয়া হাতিয়ার?


যে হাতিয়ার গোপন করে শাশ্বত-বিন্দু!


 


 


সীমা নয়!অসীমে রাখা জোৎস্নার কাছে


বারবার কলম ভালোবাসা দাবি করুক‌।

Post a Comment

أحدث أقدم