বুড়ি মাও
কানাই রায় সরকার
হলদিয়া গেন্দা ফুল খোস্টে শুংলুং,
মাটি মাটি গোন্দায়-
গোসানীর মনোহরী,তোর্ষার আকুলি,
দোতোরার বাইজনী,আর
মাটি মানষির আবেগী গোন্দো।
বীর চিলারায়োক ট্যাবলে দ্যাখলুঙ,
ফাগুন দিনের আগুনোত জ্বলে
নরনারায়নের রাজমুকুট,
ডাঙধরীর তেজ,হালুয়ার পেন্টি;
আর বুড়ি মাওয়ের আশুরবাদ...
إرسال تعليق