সম্পাদকীয়



নতুন বছর চিরকালই নতুন কিছু করবার সংকল্প জাগিয়ে তোলে আমাদের মাঝে । আমরা প্রতিজ্ঞা বদ্ধ হই যা কিছু ভালো সে অভ্যাস গড়বার, সাফল্যের কাছাকাছি পৌঁছবার । ইতিমধ্যেই মহামারী কালীন পরিস্থিতিতে আমরা কাটিয়ে দিয়েছি প্রায় একটা বছর । আজকের দিনে দাঁড়িয়েও এই করোনা কাঁটা আমাদের স্বস্তি দিচ্ছে না কিছুতেই । এমতাবস্থায় এই নতুন বর্ষে আমাদের প্রথম সংকল্প হওয়া উচিত করোনা মুক্ত বিশ্ব গড়া । সেই লক্ষ্য পথ ধরে এগোতে চাইলে সর্বপ্রথম আমাদের শারীরিক দূরত্ব বিধি ও মাস্ক ব্যবহার করতে হবে এবং অসচেতন জনগনেদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে দিকে দিকে । করোনা কে হার মানিয়ে আমরা আবার প্রাণ ভরে শ্বাস নেব, এই বিশ্বকে সবার বাসযোগ্য করবো এটাই হোক এই নববর্ষের প্রথম এবং প্রধান শপথ। আসুন আমরা সবাই বাঁচি ও অন্যদের বাঁচতে সাহায্য করি, আর অতি অবশ্যই বাংলা সমস্ত লিটিল ম্যাগাজিন গুলোর সাথে থাকি,পাশে থাকি । শুভ নববর্ষ,সব্বাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।


                            

                            মানস রায়

                             সম্পাদক 

                       সাহিত্য শ্রবনিকা 

Post a Comment

নবীনতর পূর্বতন