মানবতা

ডা: অজয় মন্ডল


প্রানহীন শহরে হিংসা বিক্রি হচ্ছে 

মায়া কিনতেও লাল রক্ত লাগে 

আর তুমি ব্যস্ত তোমার টেলিফোনে ।


কাজের মেয়েটি সময় বিক্রি করছে 

সাজানো স্বপ্ন কে খুন করে

এখনো তুমি ব্যস্ত রূপসজ্জায় ।


মানাবতা আজ জ্যান্ত লাশ 

অক্সিজেন ও আজ দুর্মুল্য 

তাও তুমি ঘুমাবে ।


মেয়েটি রাস্তায় বিক্রি হচ্ছে 

তার ক্ষুধার পৃথিবী গদ্যময়

তাও কিছু বলবেনা ।


এটাই কি তোমার মানবতা

Post a Comment

নবীনতর পূর্বতন