স্বপ্না রায় বর্মা
বহুদিন পর সুপ্রভাতে মৃদু মন্দ হাওয়ায়,
প্রাতঃভ্রমণে বাহির হইয়াছি জনশূন্য রাস্তায়।
দেখি, ওই দূরের দিগন্তরেখায় বাঁশগাছের মাথায়,
দিগম্বর উঠিতেছে হাসিয়া রক্তিম আভায়।
করিতকর্মা মাসি চলিতেছে কর্মের সন্ধানে,
পশার লইয়া জোগানদার ছুটিতেছে শহরের পানে।
হাঁসগুলি কাটিছে সাঁতার বেশ আনমনে,
সকলি আছে ঠিকই, গ্রাম শহরের দৃঢ় বন্ধনে।
তবু করোনার আবহে কেন যেন শুধুই অমানবিকতা,
আত্মীয় পরিজন ভুলিয়াছে আত্মীয়তা।
জাতি-ধর্ম ভুলিয়া মৃতদেহকে আকসী দিয়া তুলিয়া
গণকবর দিয়াছিলো নিয়ম-আচার না করিয়া।
কেহ আক্রান্ত হইলে প্রতিবেশীরাও থাকেন দূরে
ছবিদেবী স্বামীহারা হইলেন চিকিৎসকের দোরে
পিতৃবিয়োগে সুপুত্র আসে নাই ঘরে,
সর্বজনে প্রত্যক্ষ করিয়াছে বীরভূমের লতিবপুরে।
আহা ! কেমন করিয়া বাঁচিবে মানুষজন !
প্রয়োজনে কি পাশে দাঁড়াইবে না প্রিয়জন ?
কথাগুলি ভাবিতে ভাবিতে ফিরিলাম ঘরে,
তাহলে কী ! রক্তের সম্পর্কও যাবে ছিড়ে !
একটি মন্তব্য পোস্ট করুন