বাঁচতে চাই
ঋত্বিজা দে
ছোটোবেলায় জন্মদিন এলেই মা বলতো,"পায়েসের সাথে যতগুলো চাল যাবে, ঠিক তত বছর আয়ু হবে"
ক্যান্সারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকা অভি তার মাকে প্রশ্ন করে,"আচ্ছা মা এই জন্মদিনে তো আমি কতোটা পায়েস খেলাম, তারমানে আমি আরও অনেকদিন বাঁচতে পারবো, তাইনা বলো মা?"
إرسال تعليق