কবিতা | মধুমিতা রায় চৌধুরী মিত্র

 



তুমি সুবর্ণরেখা হবে


কেমন হয়, তোমাকে যদি সুবর্ণরেখা ভাবি!

জানো সেও এক একলা নদী।

পুরুষালী শক্তি পাথর হয়ে--

তার বুকে, পেটে, তলদেশে

কেমন জমাট বেঁধেছে, জানো!!

তার গতি রোধের জন্য তারা

কি ভীষণ চেষ্টায় যুগ যুগ ধরে

তাকে বিদ্ধ করছে।

তবুও সে আপন স্রোত ভোলেনি।

ভোলেনি তার চলার দিক।

কখনো সে আটকে দারুন পাথুরে বাহুর জোরে।

আবার কখনো সে থমকে ব্যতিক্রমী পাথরের স্রোতে।

কোথাও সে দীঘির মতন শান্ত, প্রশস্ত--

কোথাও সে সবজে পানা নিয়ে ব্যস্ত।

রাত মোহনায় সে ভীষণ অশান্ত খরস্রোতা।

তাকে সাক্ষী মেনে কত ঝর্ণা জল ঢেলে পুজো দেয় সকাল বিকাল।

পশ্চিমা সূর্য তাকেই শেষ দেখে রোজ

ঘুমের দেশে যায়।

কবিদের কাব্যিক ছন্দে সে হাজির।

আবার, কথা শিল্পীর কলমে তার গতিকে সে অবাধ রেখেছে--

এক যুগ থেকে আরেক যুগ।

ভাগ্যবতী! তুমি সুবর্ণ হও।

একা, কঠিন, সুন্দরী এক নদী।

Post a Comment

أحدث أقدم