মহকুমা শহর দিনহাটা থেকে গোসানীমারি যাবার পথে আলোকঝাড়ীর নিকটস্থ গ্রামে গড়কাটা মাশান পাটের অবস্থান । প্রতিবছর সম্পূর্ণ বৈশাখ মাস ব্যাপী মাশান বাবার পুজোঅর্চনা ও বিশাল মেলা অনুষ্ঠিত হয় । দিনহাটা মহকুমা তথা উত্তরবঙ্গের অতি প্রাচীন মেলার মধ্যে এটি অন্যতম । বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থাবা বসিয়েছে পৃথিবীর প্রায় সর্বত্র, ফলস্বরূপ এবারের বৈশাখ মাস ব্যাপী মাশান বাবার পুজো অর্চনা ও মেলা সম্পূর্ণরূপে স্থগিত, আসুন জেনেনেই উত্তরবঙ্গের লৌকিক দেবতার সম্পর্কে দুই চার কথা....
মাশান বাবা উত্তরবঙ্গের এক শক্তিশালী লৌকিক দেবতা । কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, নেপালের ঝাঁপা, ও বাংলাদেশের রংপুরে মূলত মাষান ঠাকুরের পাট দেখা যায় । মূলত কোচ রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক হলেও, মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও মাষান বাবাকে ভক্তি ভরে পুজো অর্পণ করে । লোকগাথা অনুযায়ী মাসান মা কালির পুত্র আবার কারো কারো মতে মাশান শিবের অন্য রূপ, কেউ কেউ আবার বুড়ি ঠাকুরের পুত্র রূপে ও মাশান বাবাকে মানেন । রাজবংশী সমাজে জকা রূপেও অনেক সময় মাশান বাবা পূজিত হয় । মাশান মূলত শ্মশানচারি, শিব যেমন গাঁজা ভাঙ খেয়ে শ্মশানের আশেপাশে অবস্থান করেন, মাষান বাবাও তেমনি শিবের অনুরূপ ভাবে অবস্থান করেন । উত্তরবঙ্গের প্রত্যেক নদী, জলাভূমি ও শ্মশানের পাশে এই দেবতার অবস্থান । ভক্তগণ দই, চিড়া,আটিয়া কলা, ও বাতাসা সহযোগে মাশান বাবার আরাধনা করে থাকেন, কারো কারো মানত থাকলে শোল মাছ, পায়রা ও পাঠা বলিও দেন । সকলেই মাশান বাবাকে এক শক্তিশালী লোকদেবতা হিসাবে মান্য করেন। সরল ভক্তি প্রাণা মানুষ মাশান বাবাকে সকল রোগ ব্যাধির আরোগ্য নিবারক দেবতা রূপেও পূজিত করেন । সম্পূর্ণ বৈশাখ মাস ছাড়াও বছরের বাকি মাসগুলির প্রত্যেক শনিবার ও মঙ্গলবার এ মাশান পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে এক বিশাল উন্মাদনা চোখে পরে । লোকগাঁথা অনুযায়ী নৃত্যরত অবস্থায় মা কালীর শরীরের ঘাম থেকে মাশান বাবার জন্ম । তাই মাশান বাবার অনেক রূপ লোক সমাজে কথিত আছে, কারো কারো মতে মাশান বাবার আঠারো টি রূপ কারো কারো মতে আবার ষোলোটি । আসুন জেনে নি অঞ্চল ভেদে মাশান বাবার কয়েকটি রূপভেদ
১. পিছলা মাশান : মূলত জলে থাকেন
২. ঘটিয়া মাশান : নদীর ঘাটে অবস্থান করেন
৩. কহোতা মাশান
৪.কালা মাশান : মূলত শ্মশানে থাকেন
৫.নাঙ্গা মাশান : নগ্ন ভাবে অবস্থান করেন
এছাড়া ও জলুয়া মাশান , টসা মাশান ছাড়া আরো কয়েক রূপে মাশান বাবা উত্তরের বিস্তীর্ণ অঞ্চলে ও পূজিত হন ।
إرسال تعليق