কবিতা | অলোক আচার্য

 

বুকের গভীরে বৈশাখ


আকাশ জুড়ে কালো মেঘ, ঝড়ো হাওয়া

বাতাসে ভাঙণের গন্ধ

বিকেল জুড়ে অপ্রাপ্তির দীর্ঘশ্বাস

শুষ্ক মাটি প্রতীক্ষায় থাকে যৌবনের।


বুকের গভীরে বৈশাখী ঝড়

ভেঙে পরে তাজমহল,

তারপর একসময় শান্ত হয় পৃথিবী

রেখে যায় প্রলয়ের ক্ষতচিহ্ন।

Post a Comment

أحدث أقدم