দুব্বো
বলাই মাঝেমধ্যে বাড়ির জন্য বাজারে পুজোর ফুল কিনতে যায়। তার চেনা এক মাসির ফুটপাথের দোকান থেকে সে বরাবরই ফুল কেনে। আজ সেখানে গিয়ে দেখে সেই মাসি নেই, তার জায়গায় একটি মেয়ে বসে আছে। বলাই জিজ্ঞাসা করে, "কীরে, এখানে যে বসে তিনি কোথায়?"
"ওই বাজারের পিছনের মাঠে গেছে।"
"তা তিনি কে হয় তোর?"
"মা।"
"তা আমাকে সব কিছু মিলিয়ে দশ টাকার ফুল দিতে পারবি।"
"হ্যাঁ, তবে কোনোটায় কম হলে বোলো, আর একটু দিয়ে দেবো।"
"বাহ্! বেশ কথা বলিস তো। পড়াশোনা করিস? কোন ক্লাস?"
"ক্লাস থ্রি", বলে মেয়েটি প্লাস্টিক ক্যারিতে ফুল তুলতে লাগলো।
"বাহ্। তা তোর নাম কী?"
বলাইয়ের দিকে না তাকিয়ে মেয়েটি উত্তর দেয়, "দুব্বো।"
"দুব্বো! মানে দূর্বা ঘাস। পুজোয় লাগে!"
এবার মেয়েটি বলাইয়ের দিকে তাকিয়ে বলে, "আজকে মা দুব্বো পায়নি। তাই আমাকে বলে গেল তুই একটু বোস। দেখি, ওই মাঠে তোকে কুড়িয়ে পাই কিনা ..."
إرسال تعليق