অবিনশ্বর
জীবন তোমার হাত ধরে ছুটবো, আমায় সঙ্গে নেবে ?
এই ডিজিটাল যুগে আমি প্যাস্টেল রং নিয়ে আসবো,
একটা অবয়ব এঁকে দেবে আমার শৈশবের ।
তুমি ছাড়া যাকে দেখেনি কেউ ।।
জীবন তোমার জন্য কি উপহার আনবো বলো,
যে বছর জন্মদিন পেরোলেই ক্লাস ফাইভে উঠবে তুমি ।
এই অনলাইনের যুগে যখন নতুন স্কুলে পাড়ি দেবে,
ফেসবুক রিমাইন্ডার-এর দিনগুলোতে তোমার দিনটা
আমার নোটবুকে লিখে রেখেছি গতকাল ।।
জীবন আমার সবুজ ডায়েরি টা সম্পূর্ণ ফাঁকা ।
সবুজ নাকি যৌবনের রং, তাই অত উত্তাল ঢেউ,
সব সামলে কিছু সফেন মুহুর্ত লিখে রাখবো সেখানে ।
রাতজাগা কোনো উদ্ভ্রান্ত প্রেমিকার হাতে এলেও
আমার যৌবনকাল এক রাতে শেষ হবে না ।।
জীবন, আমার দিনযাপনের পরিসর
ঋতু’র মতো পাল্টেছে তোমার হাত ধরে ।
নীল-সাদা ইউনিফর্ম জয় করে অনুবীক্ষণ খেলা;
আর টেলিফোন, ভারী যন্ত্রের বিরক্তিকর হৃদ্যতায়
আমার মতোই হাঁফিয়ে উঠলো যারা,
তারা ফোন নম্বর পাল্টে ফেলবে একদিন প্রৌঢ়ত্ব এলে ।
তুমি একবার তাদেরকে আমার কথা মনে করিও ।।
জীবন, আমার কিছুই নেওয়ার নেই ।
পড়ন্ত বেলায় জয়ন্তী’র ধূসর সবুজে গাড়ি থামিয়ো,
সহস্র ঘন্টাধ্বনি’র শব্দব্রহ্ম সেখানে ব্রহ্মান্ড স্তব্ধ করে রাখে ।
তোমায় ছুঁতে চাইব শেষবার, কপালে স্নেহচুম্বন এঁকে বোলো,
কাল হতে কালের যাত্রায় মহাকালে ছুটে চলো তুমি ।।
Oshadharon dada ❤
ردحذفধন্যবাদ ☺️
حذفকে রে তুই ?
Khub sundor tama da
ردحذفধন্যবাদ ☺️🙏🏻 কে আপনি 🤭
حذفإرسال تعليق